মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে রুপা খাতুন নামের এক নারীকে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে সদর থানা পুলিশের একটি দল।
বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর থানা পুলিশের এএসআই কোহিতুর এর নেতৃত্বে শহরের ভূমি অফিস পাড়ায় অভিযান চালিয়ে রুপাকে আটক করা হয়। রুপা খাতুন শহরের ভূমি অফিস পাড়ার ইউসুফ আলীর মেয়ে।
এএসআই কহেতুর জানান, শহরের ভূমি অফিস পাড়ায় একাধিক মাদক মামলার আসামি রুপার বাড়িতে তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এর মধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই বোতল ফেন্সিডিল চুলার ভিতরে ফেলে দেয়। তার বাড়িতে পুলিশ সদস্যরা তল্লাশি চালাতে গেলে বটি দিয়ে আমাদেরকে মারার হুমকি দেয়।
পরে পুলিশের সকল সদস্য নিয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় ফেলে রাখা ৩ বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করি। পরে তাকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসা হয়। তার নামে থানায় আরও মাদকের মামলা রয়েছে।