মেহেরপুরে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ শরিফুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রাম থেকে থেকে তাকে আটক করা হয়।
শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামের মোঃ রেজাউল হকের ছেলে। জেলা গোয়ন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধভর করা হয়।
সে ফেন্সিডিল নিয়ে বরিশালে তারিক নামে একজনকে পৌছে দেবার দায়িত্ব নিয়েছিল। এই ব্যাপারে মুজিবনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি