মেহেরপুরে ৬ বোতল ফেন্সিডিলসহ ওটন মোল্লা নামের এক মাদক মামলার আসামীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এস আই তরিকুলের নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার বুড়িপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ওটন মোল্লার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ৭টি মাদকের মামলা রয়েছে। আসামী ওটন সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বর্ডার পাড়ার মৃত এয়ার মোল্লার ছেলে৷
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, আটক আসামী ওটন মোল্লার বিরুদ্ধে ৭টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও ফেন্সিডিলসহ আটক হওয়ায় তার বিরুদ্ধে আরও একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মেপ্র/এমএফআর