বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা ”“বঙ্গবন্ধুর শৈশব ও শিক্ষা জীবন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। বঙ্গবন্ধুর শৈশব নিয়ে আলোচনায় তিনি বলেন, “বঙ্গবন্ধু স্কুল জীবন থেকেই নেতা হয়ে ছিলেন। সব সময় তার মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। শিক্ষাজীবনে তিনি নেতৃত্ব দিতে জেলও খেটেছেন। অসাধারণ প্রতিভা ও নেতৃতের গুনেই পরবর্তিতে তিনি এক অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন”।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, শিক্ষার্থী কুতুব উদ্দিন, পারমিতা ভট্টাচার্য, ফারজানা ওশি, অরিন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক রাজনৈতিক, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থী অংশ নেন।