সনাতনধর্মী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) প্রচার কেন্দ্রের উদ্যোগে শ্রী শ্রী হরিসভা মন্দিরে ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত ৮দিন ব্যাপী উল্টো রথযাত্রার প্রথম দিনে শুক্রবার বর্ণাঢ্য সাজে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীশ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও পিপি পল্লব ভট্টাচার্যের নেতৃত্বে ইসকন প্রচার কেন্দ্রের রথযাত্রা অন্যদের মধ্যে ইসকনের মেহেরপুর শাখার পরিচালক সুমহান মুকুন্দ ব্রহ্মচারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতী কুমার বিশ্বাস, ট্রাফিক সার্জেন্ট পবিত্র সরকার সহ হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেন।