মেহেরপুরে বাংলাদেশ কংগ্রেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৭টা সময় মেহেরপুর জেলা শাখা কার্যালয়ে কেক কাটা ও আলোচনার সভার মধ্য দিয়ে বাংলাদেশ কংগ্রেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
কেক কাটা ও আলোচনার সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আল মাসুম সেখ, মুজিবনগর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ উজ্জল হোসেন, আমদহ ইউনিয়ন কংগ্রেসের সদস্য সচিব মোঃ শান্ত খান, বুড়িপোতা ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মোঃ সবুজ রেজা, আমঝুপি ইউনিয়ন কংগ্রেসের সদস্য মোঃ রাজু আহমেদ ও মোঃ আবু সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আজম খান, মোঃ রহমত আলী, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জনি, মোঃ মিলন, মোঃ সোহাগ আলী, মোঃ সামি, মোঃ কায়েচ প্রমুখ।