মেহেরপুরে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা তথ্য অফিস আয়োজিত বার্ষিক কম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ এর আওতায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, আমির হামজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, তরুণ প্রজন্মের মাধ্যমে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি তা ধরে রাখতে হবে। তরুণদের নিজেদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে। তরুণরা তাদের পরিবার, সমাজকে মুল্যায়ন করতে পারলে দেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারবে। একমাত্র তরুণরাই পারে মাদক, অনলাইন জোয়া, দূণীতি মুক্ত দেশ গড়তে। শুধু নিজেকে নিয়ে নয়, তরুণদের সবাইকে নিয়ে চিন্তা করার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।