মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন

বাংলা ইশারা ভাষা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুল হুদা।

“বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল হারুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসি কুমার পাল, সিডিপি’র কো-অর্ডিনেটর জনপি বিশ্বাস, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফায়েল উদ্দিন প্রমূখ।