মেহেরপুরে বাচ্চা ছেলের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে খড়ি বোঝাই। রবিবার দুপুরে শহরের নতুন পাড়ায় তুফানের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে।
বাড়ি মালিক তুফান জানান, দুপরে পাশের বাড়ির ছোট ছোট ছেলেরা খড়ি ঘরের কাছে আগুন নিয়ে খেলা করছিল। এর মধ্যে কোন এক সময় তারা ঘরের ভিতর আগুন দিয়ে দেয়। খড়ি ঘরে আগুন দেখে আমরা চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সাহায্য করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করে।
-নিজস্ব প্রতিনিধি