আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মেহেরপুরের দেশিয় শিল্প ও পণ্য মেলা (বাণিজ্য মেলা) সাময়িক স্থগিত করেছেন জেলা প্রশাসন।
আজ বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সহকারী কমিশনার মো:সাজেদুল ইসলাম সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ২ মে থেকে ১ জুন পর্যন্ত এ জেলায় মাসব্যাপী দেশীয় শিল্প ও পণ্য মেলা শর্তসাপেক্ষে আয়োজনের অনুমতি প্রদান করা হয়। গত ১২ এপ্রিল মেলা আয়োজন না করার জন্য মেহেরপুর ব্যবসায়ী সমিতি থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়। উদ্ভুদ্ধ পরিস্থিতি মেলা আয়োজনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এসব বিবেচনায় পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত মেলা সাময়িকভাবে স্থগিত করা হলো।