মেহেরপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা এবং গান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টার সময় শহীদ শামসুদ্দোহা পার্কে বিজয় দিবসের মহান তাৎপর্য ও জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সংযোগ মেহেরপুরের আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় সংযোগ ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আশিক রাব্বি, স্বেচ্ছাসেবক ইশতিয়াক আহমেদ, পিয়াস, তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ছহিউদ্দীন ডিগ্রী কলেজের প্রভাষক মো: আলীবুদ্দীন, অবঃ প্রধান শিক্ষক মোঃ আনছারুল হক এবং শফিকুল ইসলাম।
এই প্রতিযোগিতা শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সকলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।