বিদেশ যাওয়ায় বাধা পেয়ে ক্ষোভে অভিমানে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর রহিম (২৫) নামের এক যুবক।
আব্দুর রহিম মেহেরপুর সদর উপজেলার গোপালপুর রামনগর গ্রামের সৌদী প্রবাসী খাইরুল ইসলামের ছেলে। সে মেহেরপুর সরকারী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর রাতের দিকে তার নিজ কক্ষের ফ্যানের সাথে কাপড় পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
তবে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে মেজবাহ উদ্দীন আহম্মেদ বলেন, ওই যুবক বিদেশ যাওয়ার জন্য বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করছিল। শারীরিকভাবে অসুস্থ্য হওয়ায় বিদেশ যেতে না পেরে হতাশ হয়ে পড়েছিল সে। গতরাতে সে তার বন্ধুদের সাথে নিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়ে সবাই চলে গেলে রাতের কোনো এক সময় সে নিজ কক্ষে গলাই ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করে। ভোররাতের দিকে তার মা তাকে ডাকতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখেন। পরে সদর থানা পুলিশে খবর দেন।
পরে মেহেরপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ঘটনাস্থলে গিয়ে লাশের সুরোতহাল রিপোর্ট তৈরী করেন।পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।