“ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠ মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।
মেহেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে রবিবার (২৬ জানুয়ারি) সকাল দশটার দিকে শহরের পৌর ঈদগাহ গেটের সামনে থেকে একটি র্যালি বের হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে, সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে ১০ জন কুষ্ঠ রোগীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মহী উদ্দীন আহমেদ, ডা: মোহাম্মদ ফজলুর রহমান, ডা: এস এম মাসুদুজ্জামান, ডা: উম্মে হোমায়রা আয়েশা, ডা: মো: ইনজামাম উল হক, ডা: কামরুন নাহারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ।