মেহেরপুর বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মরগাল খালের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপ বন সংরক্ষক, কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীর।
মেহেরপুর বনবিভাগের আওতায় বুড়িপুতা ইউনিয়নের মরাগাং খালের দক্ষিণ পাড়ে ২০২১-২০২২ সালে সৃজিত ৮ কিমি বাগানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, মরাগাং খালপাড় বনায়ন সমিতির সভাপতি ও মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, বিএটিবির মেহেরপুর ডিপোর ব্যবস্থাপক এসএম কামাল, মেহেরপুর বন কর্মকর্তা জাফরুল্লাহ, স্থানীয় বুড়িপুতা ইউপি সদস্য মিলন হোসেন প্রধান শিক্ষক ইসরাইল হোসেন প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা গাংনী এসটি হামিম হায়দার, মুজিবনগর এসএফএনটিসি মাসুদুর রহমান মিশু।
এ নবায়ন কর্মসূচীর আওতায় বিভিন্ন ফলজ, বনজ ও ওষধী গাছ লাগানো হয়। এদের মধ্যে আম, জাম, কাঁঠাল, কতবেল, জাম্বুরা, তেঁতুল, আকা, মনি, মেহগনি, পিকরাশি, পলাশ, নিম, মহানিম, আমলকি, হরিতকি, বহেরা, অর্জুন, জলপাই, জারুল, সোনালুসহ নানা ধরণের বৃক্ষের বনায়ন করা হবে। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।