মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর-চাঁদপুর মাঠ থেকে বদরুল সর্দার (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ সন্তানের জনক বদরুল সর্দার বলিয়ারপুর গ্রামের মৃত দিদার সর্দারের ছেলে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল চাঁদপুর-বলিয়ারপুর গ্রামের মধ্যেবর্তি শিশির মাঠের একটি কড়ুইগাছের ডালের সাথে বদরুল সর্দারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান সোমবার কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একটি কড়ুইগাছের ডালের সাথে বদরুলের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করেন। সে পারিবারিক কলহের জন্য অভিমানে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।
বদরুলের পরিবারের দাবি,বদরুল ইদানিং মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। সে কারণে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। মেহেরপুর সদর থানা সূত্র পিবিএ,কে জানায়,মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে বদরুল আত্মহত্যা করেছে তা তদন্ত শেষে বলা সম্ভব হবে।