ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে মিছিলের মাধ্যমে এ ‘শহীদি মার্চ’ পালন করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মিছিলটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
এ সময় তামিম, সিয়াম, জাঈম, শীতল, ফারদিন, কৌশিক, অয়ন, জাবির, আশিক, এস এম প্লাবন, জাইম আল হাসানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।