গত ২৮ আগষ্ট মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ নিয়ে তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওই মামলার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠণটি জানিয়েছে, আমরা মেহেরপুরের ছাত্র সমাজ “মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” ব্যানারে গণঅভ্যুত্থানের আগে ও পরে বিভিন্ন কর্মকান্ডে পরিচালনা করছি। সকলকে ঐক্যবদ্ধ করে সারা দেশের ন্যায় মেহেরপুরে সংস্কারমূলক কাজ করে যাচ্ছি।
গত ২৮ আগস্ট, ০৫ আগস্টের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে একটি মামলা দায়ের হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয় “মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” মামলা দায়ের করেছে। আমরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, এই মামলা আমাদের সংগঠনের পক্ষ থেকে করা হয়নি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করা মামলা এবং এর সাথে আমাদের কোন সম্পর্ক নেই। মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মামলার কোন প্রকার দায়ভার নেবে না।