এবার মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের ব্যবহৃত সরকারী গাড়ি আটকিয়ে ভিক্ষা চাইলেন কোর্ট রোডের মসজিদ মার্কেটের উচ্ছেদ হওয়া ব্যবসায়ী তাদের পরিবার ও হোটেল বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান একটি অনুষ্ঠানে যাওয়ার পথে থালা হাতে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের গাড়িটিকে থামিয়ে ভিক্ষার থালা এগিয়ে দিয়ে ভিক্ষা চান। এসময় কিছু ব্যবসায়ীরা গাড়ির সামনে শুয়ে পড়েন। প্রায় তিন মিনিট গাড়ির সামনে সুয়ে অবস্থান নেন ব্যবসায়ীরা।
মেহেরপুর শহরের ইসলামিক ফাউন্ডেশন অফিসের সামনে জেলা প্রশাসকের গাড়ি আটকানোর এ ঘটনা ঘটে।
পূর্ব কর্মসূচি অনুযায়ী ভিক্ষার থালা হাতে নিয়ে আজ বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১ টার দিকে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমুনের নেতৃত্বে একটি বিরাট থালা মিছিল জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে রওনা দেন।
মেহেরপুরের হোটেল বাজার ব্যবসায়ী সমিতির হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, সহ-সভাপতি শেখ মোমিন, ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য রাশেদুজ্জামান, ইজারুল ইসলামসহ ক্ষতিগ্রস্থ ও তাদের পরিবারের সদস্যরা এ কর্মসূচীতে অংশ নেন।
এসময় তারা হাতে ভিক্ষার থালা নিয়ে আমাদের ভিক্ষা দেন, পাশে দাড়ান, দয়া করেন, মেহেরপুরের বিবেকবান মানুষ আমাদের পাশে দাড়ান। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান জোর করে ভেঙ্গে দিয়েছে। এভাবেই আকুল আবেদন জানিয়ে ভিক্ষা চান তারা। মেহেরপুর শহরের কাশারীপাড়া থেকে শুরু করে ভিক্ষার এ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে শেষ হয়।জেলা প্রশাসকের অফিসের প্রধান ফটকের সামনে তারা থালা হাতে ঘন্টাখানেক অবস্থান নেন।
ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার মেহেরপুর শহরের কোট মসজিদ মার্কেটের ২৫টি দোকান ঘর উচ্ছেদ করে জেলা প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে ৫দিনের কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষণা অনুযায়ী দোকান বন্ধ করে থালা হাতে ভিক্ষায় নামেন ব্যবসায়ীরা ।
এসময় কোট রোড থেকে হোটেল বাজার পর্যন্ত সব ধরনের দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, মেহেরপুর জেলা প্রশাসক কর্তৃক কোনো নোটিশ ছাড়াই কোট মসজিদের মার্কেট উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসকের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৯৯ বছরের জন্য দোকান ঘর লিজ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তারা। প্রশাসনের লোকজন হঠাৎ করেই বুলডোজার নিয়ে দোকান ভাঙতে শুরু করে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদসহ পুনর্বাসনের দাবি জানান।
ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানান, জেলা প্রশাসকের হটকারী সিদ্ধান্তের কারনে বর্তমান সরকার ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
গত ৭ জুন মেহেরপুর জেলা মডেল মসিজেদের শ্রীবৃদ্ধি ও সরকারি জমি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের মেহেরপুর কোর্ট মসজিদ মার্কেট ভবন কোনো প্রকার নোটিশ না দিয়েই উচ্ছেদ করেন।
।