মেহেরপুর জেলার দুটি পৌরসভা ও তিনটি উপজেলায় ৪৭৭ টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কয়েকটি শিশুর মুখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন, আর এম ও ডাক্তার এহসানুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ প্লাস ৮ হাজার ২১ জন শিশুকে এবং ১২-৫৯ ক্লাস ৫৯ হাজার ৬ শ ৭৫ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মেপ্র/ আরপি