মেহেরপুরে ভেজাল শিশুখাদ্য উদ্ধার করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল শিশুখাদ্য জব্দ করার পর মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর পৌর শহরের ভূমি অফিস মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। জানা গেছে মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার পাতান আলীর ছেলে ফয়জুল্লাহ বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য তৈরি করে বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাচ্ছিল। এ সময় সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম সেগুলো আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে উদ্ধার করা ভেজাল শিশু খাদ্য গুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। অনুমোদনবিহীন ১০ বস্তা রোব, লিচু ১ কার্টুন, আইস ললিপপ ১৪ বোতল,ইডি বলজেল ১ কার্টুন উদ্ধার করা হয়।