মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর বাজারে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে রঘুনাথপুর বাজারে সাইফুল স্টোরে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ওই স্টোর থেকে বিপুল পরিমাণ মেয়াদউত্তীর্ণ কীটনাশক, খাদ্যদ্রব্য সহ মানসম্পন্ন নয় এমন খাদ্যসামগ্রী উদ্ধার করে সেখানে ধ্বংস করা হয়।
এ সময় রঘুনাথপুর গ্রামের মোনাজাত আলী ছেলে সাইফুলের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে আমঝুপি বাজারের মিন্টু ফল ভান্ডারে অভিযান চালিয়ে ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।