লাইসেন্স ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, কারখানার মধ্যে টয়লেট, হাত পরিস্কারের সাবান, হ্যান্ডওয়াস না থাকাসহ বিভিন্ন অভিযোগে মেহেরপুর শহরের দীঘিরপাড়া এলাকার ২ প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনায় অভিযান।
মঙ্গলবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মেসার্স সোনালি চানাচুর কারখানায় নিয়ম বহির্ভূতভাবে লাইসেন্স ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা, কর্মচারীদের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা, কারখানার মধ্যে টয়লেট স্থাপন, হাত পরিস্কারের সাবান-হ্যান্ডওয়াস না থাকা ও যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে চানাচুর প্যাকেটজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ ইয়ারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ২০ হাজার টাকা, এবং একই এলাকার মেসার্স হেলাল স্টোরকে মেয়াদ মুল্য বিহীন পণ্য ও অবৈধ বিদেশি পণ্য বিক্রয়ের অপরাধে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।