মেহেরপুর সদরে বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর হোটেল বাজার মোড়ে সহকারি কমিশনার ভূমি মাঈনুদ্দীনের নির্দেশে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় তিনি বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হলে আমাদের বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে। যারা মেহেরপুর শহরের ভিতরে মাস্ক ছাড়া চলাচল করছে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং কিছু কিছু মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন করোনা ভাইরাস যখন থেকে বাংলাদেশে আক্রমণ করেছে তখন থেকে মেহেরপুর জেলাবাসী কে সতর্ক করা হয়েছে। অযথা যারা ঘোরাফেরা করছে তাদেরকে আইনের আওতায় এনে জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এ এস আই শহিদুল, সোহাগ, সুমন, প্রমুখ