মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেহেরপুর জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত রাত ১২ টা থেকে ১ টার মধ্যে কলেজ মোড়স্থ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীরা। তবে কারা এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তা জানা যায়নি।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই দুটি পুস্পমাল্যর কয়েকটি ছবি মেহেরপুর প্রতিদিনে পৌছানো হয়েছে। পুস্পমাল্যের একটিতে লেখা রয়েছে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি শেখ হাসিনার পক্ষে, অপরটিতে লেখা রয়েছে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি মেহেরপুর আওয়ামী যুবলীগের পক্ষে। এর বেশি কিছু জানা যায়নি।