মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল চারটার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় এনডিসি গোলাম রাব্বানী প্যারেড কমান্ডার আফজাল হোসেন বাকির কাছ থেকে সালাম গ্রহণ করেন।
এছাড়াও সালাম প্রদর্শন করেন জেলা পুলিশের প্যারেড টিম, জেলা আনসার ভিডিপি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্স ও মহিলা দল, মেহেরপুর ফায়ার সার্ভিস, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ক্যাডেট দল, গার্লস স্কাউট দল ও মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার স্কাউট দল।