মেহেরপুরে ত্যাজ্য কণ্যা জমি জিরেতের ভাগ পেতে গর্ভধারিণী মাকে শারিরীক ও মানষিক নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন ত্যাজ্য কণ্যার মা। নির্যাতিতা মা বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছে নির্যাতন থেকে রক্ষা পেতে।
মেহেরপুর জেলা শহরের মুখার্জী পাড়ার মরহুম আলাউদ্দীন মোল্লার স্ত্রী মোছাঃ ছালেহা খাতুন মেহেরপুর জেলা প্রেস ক্লাবে এসে অভিযোগ করেছেন- তার গর্ভধারীনী মোছাঃ জুলেখা খাতুন পারিবারিক শাসন না মেনে বিপথগামী হয়ে পড়ে। কোনভাবেই তাকে সুপথে আনা যায়নি। একারণে ২০১২ সালের ৩১ অক্টোবর এ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য কণ্যা ঘোষনা করেন। তারপর থেকে জুলেখা তাকে মানসিকভাবে এবং জমির ভাগ দাবি করে নির্যাতন করে আসছেন। জমি বিক্রি করলে গলাটিপে মেরে ফেলারও হুমকিতে তিনি নিরাপত্তাহীণতায় ভুগছেন বরে দাবি করেন।
অভিযোগে তিনি আরো জানান, এর আগে তিনি পুলিশের কাছে জুলেখার নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ করেছিলেন। সে সময় সে আর নির্যাতন করবেনা অঙ্গিকার করে। সম্প্রতি সে আরো নির্যাতনে বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান।
মেপ্র/ইএম