মেহেরপুর দুটি পৃথক মাদক মামলায় অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ পৃথক এ আদেশ দেন। দণ্ডিতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার কুুলবাড়িয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও পৌর কলেজ মাঠ এলাকার হামিদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।
আদালতে খোঁজ নিয়ে জানা যায়, জি,আর ৩৫৩/১৯নং মামলার আসামি মো. আশরাফুল ইসলাম মেহেরপুর সদর-কে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই দিনে জি,আর ১১৮/১৭নং মামলার আসামী মো. জাহাঙ্গীর আলম, পিতা: মৃত মনসুর আলী, গ্রাম: কুলবাড়িয়া, মেহেরপুর সদর-কে এক বছর ১ মাসের সশ্রম করা দণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ আসামিদের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ এর নির্দেশ প্রদান করেন।