ফেনসিডিল মামলায় মফিজ নামের এক মাদক ব্যবসায়ীকে ২ বছর সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস।
আজ সোমবার (৪ জুলাই) দুপুরের দিকে মামলার এ রায় দেন তিনি। দন্ডিত মফিজ গাংনী উপজেলার সীমান্তবর্তি খাসমহল গ্রামের চাঁদ মহাম্মদের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ জানুয়ারী বিকাল সাড়ে ৫ টার সময় তেঁতুলবাড়িয়ার গোলামের জমির উপর ফাঁকা যায়গায় ফেনসিডিল কেনা বেচার সময় গোপন সংবাদে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র এএসআই জিয়াউর রহমান অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ মফিজকে আটক করেন। এঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে গাংনী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(২) ধারায় একটি মামলা করা হয়।
পরে এ মামলার তদন্ত করার জন্য ডিবি পুলিশকে দেন গাংনী থানা পুলিশ। মামলা ডিবি পুলিশের এসআই ফজলুল হক তদন্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(২) ধারায় অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাবস্ত্য করে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেন বিচারক।
মামলায় সরকারী পক্ষের কৌশলী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক ও আসামী পক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আল মামুন রাসেল।