মেহেরপুর সদর ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মাদক মামলার ২ আসামীকে আটক করেছে।
সোমবার দিবাগত রাতে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে। মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।