মেহেরপুরের গাংনীতে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচীর আওতায় উপকার ভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
এসময় সহকারি কমিশনার (ভুমি) সুখময় সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপকার ভোগীদের মধ্যে বিভিন্ন প্রকার সামগ্রি বিতরণ করা হয়।
মেপ্র/নিজস্ব প্রতিনিধি