বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাসব্যাপী ইফতার কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে অসহায় ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মোড় এলাকায় অবস্থিত আন নূর ইসলামিয়া মাদ্রাসায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইফতার ও ঈদ উপহার বিতরণ করেন মেহেরপুর কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান নবাব। এ সময় মাদ্রাসার ২৮ জন শিক্ষার্থীর মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান নবাবের পিতা ও বিএনপি নেতা সোনা গাইন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কেডি আনোয়ার হোসেন, রাকিব, ফাহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, ২ কেজি পোলাও চাল, সেমাই, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ৫০০ গ্রাম দুধ, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন ও ২ কেজি মসুর ডাল।
নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।