মেহেরপুরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৪৫তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহরের কাশাঁরীপাড়ায় এই উপশাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও মাতিউল হাসান।
মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ, মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, আসলোভ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ওয়াহেদুজ্জামান এবং হেড অফ ব্রাঞ্চ ডিভিশন মোহাম্মদ হোসেন।
এছাড়াও চুয়াডাঙ্গা মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক রহিদাস পাল, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন এবং নবনিযুক্ত উপশাখা ইনচার্জ জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।