মেহেরপুর জেলা শহরের বড় বাজারের ‘মেহেরপুর বীজ ভান্ডারের’ মালিক মো. রাসেল আহমেদ মায়ের প্রতি অভিযোগ এনে নিজ জিবনের নিরাপত্তা চেয়েিআজ শনিবার মেহেরপুর জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
রাসেল অভিযোগ করেছেন মা ও আমার ছোট চাচা জয়নাল বিভিন্নভাবে তাকে হত্যা চেষ্টা করছে। ইতো মধ্যে কয়েকবার তাদের হত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে রাসেল ডুকরে কাঁদছিলেন। তিনি অভিযোগ করেন, তার মা রোকেয়া বেগমের ও তার ছোট চাচা জয়নাল হোসেনের মধ্যে সম্পর্ক রয়েছে।
রাসেল বলেন- বোন রাখি, ভগ্নিপতি মামুনুর রশীদ, ছোট চাচা জয়নাল হোসেন বিভিন্ন সময়ে তাকে হত্যা চেষ্টা করে। ২০২২ সালের ৮ জানুয়ারি বাবা মারা যায়। বাবার মৃত্যুও রহস্যজনক। বাবার মৃত্যুর দিনই আলমারীতে থাকা ৭২ লাখ টাকা, মাঠান ১১ বিঘা জমি ও বাড়ির জমির মূল্যবান কাগজপত্র, ব্যাংক লেনদেনের চেক ও জমাবই, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রি নিয়ে জামাতার বাড়ি চলে যায়। জামাতার সাথেও মায়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন রাসেল। ইতোমধ্যে মা কয়েকবিঘা জমি বিক্রি করে ফেলেছে। মান সম্মানের ভয়ে এসব কথা বাইরে বলতে পারিনা।
সুবিচার পেতে গত ডিসেম্বরে মেহেরপুর আদালতে একটি মামলা করেছে রাসেল আহমেদ। বিভিন্ন সময়ে পুলিশ দিয়েও তাকে হয়রানী করা হয়। ৩ বছরের একমাত্র সন্তানের পিতা রাসেল বলেন- আমার সব সম্পত্তি নিয়ে নিলেও জীবনের নিরাপত্তা চাই। বাঁচতে চাই একমাত্র সন্তানের জন্য।