মেহেরপুরে মার্সেল কর্তিক আয়োজিত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর পৌর ঈদগাহ পাড়ায় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আসরাফ রাজিব এ খেলার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভালো থাকলে মন আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যোমে সবকিছুই ভালো লাগে। খেলা হচ্ছে সেই ভালো থাকার খোরাক। খেলা শিক্ষার্থীদের মনজগতে আনন্দ উদ্দীপনার খোরাক হিসেবে কাজ করবে বলে মনে করি এবং সেই সাথে খেলাধুলোর ভিতরে যদি সকলে থাকে তবে মাদক থেকে মুক্ত থাকবে যুব সমাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বড় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেদি হাসান সাগর, তানিম আহম্মেদ, হাসান মেহেদি, অর্পনসহ ৪৮ টি টিমের অধিনায়কসহ খেলোয়াড়রা।
এ সময় অনুষ্টানটির সঞ্চালনায় ছিলেন শ্রী কৃশর।