মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে করোনার লক্ষন নিয়ে মৃত নৌ সদস্যের নমুনা সংগ্রহ করে আইডিসিআর’এ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ।
সেই সাথে নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ঐ বাড়ি লক ডাউন করা হয়েছে।
রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন।
উল্লক্ষ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার কোলাগ্রামের বাবু পাড়ায় শ্বশুরবাড়িতে অবস্থানকালীন জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে এক নৌ সদস্য মারা গেছেন।
তাঁর নিজের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে।
মেপ্র/এমএফআর