নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে মোহনা টেলিভিশনের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় দারুল ইয়াতিম খানা ও মাদ্রাসায় আলোচনা সভা,দোয়া মাহফিল কেক কাটা ও বৃক্ষ রোপন কর্মসূচীর মধ্যে দিয়ে ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
মোহনা টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: রইস উদ্দীন।
এসময় মাওলনা দেলোয়ার হোসেন সহ এতিম খানার শিক্ষক শিক্ষার্থী,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে এতিম শিক্ষার্থীদের দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
কেক কাটা শেষে মোহনা টেলিভিশনের প্রয়াত পরিচালক জিয়া উদ্দীন মজুমদারের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া মাদ্রাসা চত্তরে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
-নিজস্ব প্রতিনিধি