মেহেরপুরে মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ।
আজ বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে এটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।
জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু: তানভীর হাসান রুমান, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শরিফুদ্দিন নিকুল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মাছ চাষে আরও সমৃদ্ধ করতে মাছ চাষীদের ভূমিকা ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন তারা।
মাছ চাষীরা কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো সমাধানে মৎস্য বিভাগের করণীয় বিষয়ে পরামর্শ দেন উপস্থিত মাছ চাষিরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ে মাছ চাষে সাফল্য অর্জন করায় তিনজন মাছ চাষীকে সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে মাছের পোনা অবমুক্তকরণ, ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা, মাছ চাষের উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর।