মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান জনির বাড়িতে সদর থানা পুলিশের একটি দল তল্লাশি করেছে। পরে কোন কিছু না পেয়ে ভুল ইনফরমেশন বলে চলে যায়।
এ ঘটনায় মিজানুর রহমান জনি রবিবার বিকাল ৫টার দিকে তার ফেসবুকে লাইভে এসেছিলেন। সেখানে তিনি আগামি ২৪ ঘন্টার মধ্যে ভুল তথ্যদানকারীর বিচারের দাবি জানিয়েছেন।
মিজানুর রহমান জনি জানান, গত ১৮ এপ্রিল শনিবার দুপুরে আমার বাড়িতে মেহেরপুর সদর থানার ওসি(তদন্ত) এর নেতৃত্বে এস আই আহসান হাবিব, ইকবাল, কইতরসহ ৬জনের একটি পুলিশের দল যায়। এ সময় প্রতিটি ঘরে তল্লাশির নামে ঘরের জিনিসপত্র ফেলে দেয়। কি কারনে আমার বাড়ি তল্লাশি করা হচ্ছে জানতে চাইলে পুলিশ বলে আমাদের কাছে তথ্য আছে। পরে কোন কিছু ন পেয়ে আামদের কাছে অনুতপ্ত হয়ে চলে যায়। কোন প্রকার সার্চ ওয়ারেন্ট ছাড়াই আমার বাড়িতে তারা এইভাবে অভিযান চালিয়ে আমাদের সম্মান হানি করেছে।