মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ শত ফিট দেয়াল রাতের আঁধারে ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার হরিরামপুর গ্রামের কোমলমতি শিশু-কিশোরদের জন্য ১৯৪০ সালে হরিরামপুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়টি গড়ে তোলা হয়। বিদ্যালয়ে বর্তমানে ২৮৩ জন শিক্ষার্থী পড়ালেখা করছে।
প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাচীর নির্মাণ করা হয়। কিন্তু কে বা কারা বিদ্যালয়টি দেয়াল রাতারাতি ভেঙে ফেলায় অরক্ষিত হয়ে পড়েছে স্কুলের ভবনটি।
সরেজমিনে দেখা যায়, হরিরামপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের উত্তর-পশ্চিম পাশের দেয়ালটি ভেঙে ফেলা হয়েছে। এতে অরক্ষিত হয়ে পড়েছে স্কুলের ভবনটি। দেয়াল ভেঙে ফেলায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ ফারহানা পারভীন বলেন, আমি স্কুল সময়ে আসি এবং ছুটির পর চলে যাই। কে বা কারা এসব অপকর্ম করছে, আমরা বুঝতে পারছি না। তবে এ বিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, স্কুলের দেয়ালটি রাতারাতি ভেঙে ফেলা হয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা।
মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দিন বলেন, খবরটি শোনার সাথে সাথে আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে জানাই। দুইজনেই আমাকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। আমি স্কুলের হেডমাস্টার ও সভাপতি কে মেহেরপুর সদর থানায় জিডি করার পরামর্শ দিই।