মেহেরপুরে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক” প্রকল্পের শিক্ষকগণের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ডিসেম্বর) সকাল ৯টার সময় মেহেরপুরে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা” শীর্ষক প্রকল্পের বিদ্যমান ০৬ টি মাদ্রাসার ১২ জন শিক্ষকের রিফ্রেসার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের পরিচালক উপসচিব মোঃ আব্দুস সবুর।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।
আর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবাইদুর রহমান।
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ আমানুল্লাহ।