রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সাবেক যুব প্রধান ও নির্বাহী সদস্য খন্দকার সামসুজ্জোহা সোহাগের বাড়ি থেকে ১৮৯ পিস কম্বল জব্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশের সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই অভিযান পরিচালনা করেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন এসব কম্বল দুস্থদের বিতরণের জন্য হলেও ব্যক্তিগত স্বার্থে আটকে রাখা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এক্সিকিউটিভ সদস্য খন্দকার সামসুজ্জোহা সোহাগের বাড়িতে কম্বল মজুত রয়েছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ও অন্যান্য শিক্ষার্থীরা তার বাড়িতে উপস্থিত হন। সেখানে বিষয়টি জানালে, তারা নিজেরাই প্রথমে তিন বস্তা কম্বল বের করে দেন।
তবে, আরও কম্বল মজুত রয়েছে এমন সন্দেহ সৃষ্টি হয়। বাড়ির ভেতরে পাঁচটি সাব বাক্স দেখে সেটি খোলার অনুরোধ জানানো হয়। বাক্সগুলো খুলে দেখা যায়, এর ভেতরে আরও ১০০টি কম্বল রয়েছে।
উদ্ধার হওয়া এসব কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। খন্দকার সামসুজ্জোহা সোহাগের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাড়িতে আসছেন বলে আর আসেন না।