দরিদ্র রোগীদের কল্যাণার্থে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রোগী কল্যাণ সমিতির যাকাত মেলার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে মেহেরপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এই যাকাত মেলার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি ও মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব ও মেহেরপুর জেনারেল হাসপাতালের সমাজসেবা অফিসার মাহে জেবিন কেমি, রোগী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আলী শামীম, রোগী কল্যাণ সমিতির সদস্য ও মেহেরপুর জেনারেল হাসপাতালের আর এম ও ডঃ মোঃ মোখলেছুর রহমান সহ আর রোগী কল্যাণ সমিতির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
রোগী কল্যাণ সমিতির সভাপতি ও মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার বলেন অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ, পথ্য, বস্ত্র, রক্ত ও পথ্যাদি সরবরাহ, পুষ্টিকর খাবার বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাই সমাজের বিত্তবানদের যাকাতের একাংশ রোগী কল্যাণ সমিতিতে দেওয়ার আহবান জানান।