মেহেরপুর জেলা রোভারের আয়োজনে আরএসএল রিফ্রেসার্স কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ছহিউদ্দীন ডিগ্রী কলেজে এ ট্রেনিং কোর্স অনুষ্ঠিত হয়।
জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদ এর সভাপতিত্বে এবং জেলা রোভারের সম্পাদক ও ছহিউদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফররুখ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার শরীফউদ্দীন, বাংলাদেশ স্কাউটসের উডব্যাজার (সিএলটি সম্পন্নকারী) মুকিত জোয়ার্দার, জেলা রোভারের ডিআরএসএল আনোয়ার হোসেন, জেলা রোভারের কোষাধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল আলম বকুল,জেলা যুগ্ম সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক আলমগীর হোসেন,সহকারী কমিশনার মুজিবনগর সরকারী কলেজের জাহির হোসেন চঞ্চল,মুজিবনগর সরকারী কলেজের আরএসএল রোকেয়া খাতুন, প্রভাষক হেলালউদৃদীন, প্রভাষক নিমাই চন্দ্র রায়, প্রভাষক ইলিয়াস হোসেন, ,গাংনী সরকারী কলেজের আরএসএল আসাদুজ্জামান,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহানা মাহমুদা ছহিউদ্দীন ডিগ্রী কলেজের আরএসএল ওয়াজেদুল ইসলাম,সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান, মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল নাঈমা, প্রভাষক বিপাশা খাতুন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অনিতা কোহিনুর, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের আরএসএল আফরোজা খাতুন,এআরবি কলেজের আরএসএল সেলিম রেজা,আন নুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শাহিনুজ্জামান,যাদুখালী স্কুল এন্ড কলেজের রবিন মিয়া কুতুবপুর স্কুল এন্ড কলেজের আরএসএল এখলাচুর রহমান, সন্ধ্যানী স্কুল এন্ড কলেজের আরএসএল এমদাদুল হক,জাফর আলী, মহাজনপুর কলেজের আহসানুুজ্জামান, খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য মোঃ অনিক হাসান ও ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সিনিয়র রোভার মেট পিয়াস ইসলাম সহ জেলার বিভিন্ন কলেজের আরএসএল ও রোভার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে রোভার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোভার গ্রুপ গঠন এবং কিভাবে সংগঠন পরিচালনা করা হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন সেশন ও প্রাকটিক্যালের মাধ্যমে এ রিফ্রেসার্স কোর্সের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী এ কোর্স অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও লিডার ট্রেইনার শরীফউদ্দীন বলেন, মেহেরপুর জেলা রোভার স্কাউটস রোভার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
এ জেলার রোভার স্কাউটস এর ইতিহাস অত্যান্ত সমৃদ্ধ। জেলা রোভারকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানের ইউনিটকে শক্তিশালী করতে হবে বলে তিনি জানান। তিনি বাংলাদেশ স্কাউটস তথা মেহেরপুর জেলার রোভারদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগীতার করা হবে বলে তিনি জানান।