মেহেরপুর জ্ঞানী এবং যুব দলের সদস্যবৃন্দদের অংশ গ্রহনে কুষ্ঠ রোগ সম্পর্কে লবি ও এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর সালোম চার্চ অব বাংলাদেশ (সোডাপ) এর আয়োজনে,এবং দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল নেদারল্যান্ড এর সহযোগিতায় (সোডাপ) এর হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
লবি ও এডভোকেসি কর্মশালায় উপস্হিত থেকে কুষ্ঠ রোগ আক্রান্ত রোগী, প্রতিবন্ধী, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিতে সহযোগীতা করা বিষয়ে আলোচনা করেন দি লেপ্রসী মিশন, ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ম্যানাজার মাসুমা পারভিন,রিসোর্স অফিসার মুসফিক রহমান,প্রজেক্ট অফিসার সুজিত মল্লিক ও বিথি ইভা।
লবি ও এডভোকেসি কর্মশালায় উপস্হিত ছিলেন মসজিদের ইমাম, গীর্জার পুরোহিত,মন্দিরের পুরোহিত,স্কুল শিক্ষক,সাংবাদিক,যুবক যুবতিসহ এলাকার সুসিল সমাজের ব্যাক্তিবর্গ।