মেহেরপুরে শহীদ আবু সাঈদ ক্লাবে দুর্বৃত্তরা হামলা-ভাঙচুর করেছে। গতকাল রবিবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে কাথুলি বাস স্ট্যান্ড সড়ক ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়া অবস্থিত শহীদ আবু সাঈদ ক্লাবটি সরজমিন দেখা যায় চেয়ার, ব্যানার, ফেস্টুন সহ গেটে তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে ।
শহীদ আবু সাঈদ ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজা সাংবাদিকদের জানান, শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তার বড় অবদান আবু সাঈদের তার নামকে স্মরণ করে আমরা এই ক্লাবটি দিয়েছি। আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহ্য হচ্ছে না। তারা এই কাজটি করতে পারে বলে আমি ধারণা করছি এবং আমরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যারা এই নেককারজনক কাজটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসার জন্য আর প্রশাসন যদি কিছু না করতে পারে আমরা এর কঠোর আন্দোলন শুরু করবো।
উল্লেখ্য, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এ ক্লাবের উদ্বোধন করেন।