মেহেরপুরে শহীদ বুদ্দিজীবী দিবস পালন করেছে বিএনপি।
শনিবার সকালে মেহেরপুর পৌর, সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে র্যালিটি বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে শহীদ স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। সেখানে স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জাসাস সভাপতি অশেষ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান, ফজলুর রহমানসহ বিএনপির সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।