আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির আওতায় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে আমঝুপি ইউনিয়নের হিজুলী উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রোগ্রাম সুপারভাইজার রিমন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আক্তার ও গাংনী উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আল-আমিন আহম্মেদ।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ কর্মসূচী বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে তারুন্যের উৎসব সহ শিক্ষার্থীদের পরিস্কার পরিছন্নতা ও কেন্দ্র পরিস্কার পরিছন্নতা বিষয়ে আলোচনা করা হয়। এসময়ে শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।