মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশ।
আজ বুধবার বিকেলে ৫টার দিকে কলেজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ১৪ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, জেলা বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান, সার্জেন্ট মোজাফ্ফর সার্জেন্ট মামুন, এটিএসআই মকবুল, এটিআই মান্নান, হালিম, নূর মোহাম্মদ সহ পুলিশের একটি টিম সহায়তা করে।
মোবাইল কোর্ট চলাকালীন সময়ে করোতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি চালকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিয়মবহির্ভূতভাবে ট্রাকের কার্গো তৈরির অভিযোগে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪০ এর বিধান লংঘন করায় ৮৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো, অবৈধ আলগামনে যাত্রী বহন ও কাঠ বহনসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ১৪ টি মামলা করা হয় এবং বিভিন্ন ধারায় ৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন “সড়কের শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এধরনের অভিযান চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।