শীতের সবজির সরবরাহ বেড়েছে। ইতোমধ্যে কমতে শুরু করেছে কিছু সবজির দাম। গত সপ্তাহের ৪০ টাকা কেজি কাঁচা মরিচ ২৫ টাকা কমে এই সপ্তাহে ১৫ টাকা হয়েছে,৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আলু ৭ টাকা কমে ২৩ টাকাই বিক্রি হচ্ছে।একইভাবে গত সপ্তাহে ৫৫ টাকা কেজি দেশি পেঁয়াজ ২৭ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।
এদিকে গত সপ্তাহের ২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া রসুন ২০ টাকা বেড়ে ৪০ টাকাই বিক্রি হচ্ছে।
এবিষয়ে সবজি বিক্রেতারা বলছেন,শীতের সবজির সরবরাহ বেড়েছে, বাজারে নতুন সবজি আসছে আর যত দিন যাবে, এই দাম আরও কমতে থাকবে। তহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ জানান, গত সপ্তাহে বাজার চড়া ছিল, কিন্তু এখন সব ধরনের সবজির দাম কমতির দিকে। তবে ক্রেতারা বলছেন, শীতের এই সময় দাম আরও কম থাকার কথা। সেই তুলনায় দাম কিছুটা বেশি।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় সাইজের একটি ফুলকপি ২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। একইভাবে কচু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকাই, সিমের দাম কমে এখন বিক্রি হচ্ছে ২০ টাকাই, পেঁপে বিক্রি হচ্ছে ১০ টাকাই। এই সপ্তাহের বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ দাম কমে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, মূলা ৩০ টাকা, বেগুন ৩০ টাকা,সিম ২৫ টাকা,টমেটো ৩৫ টাকা, পিঁয়াজ কলি ১০ টাকা,পালন শাক ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে আগের মতো দাম রয়েছে আদা ৫০ টাকা ও শুকনা মরিচ ১২০ টাকা। মেহেরপুরের বড় বাজারে কাঁচাবাজার করতে আসা মামুন বলেন, গত সপ্তাহের তুলনায় এখন সবজির দাম কিছুটা কমেছে।তবে শীতের মৌসুম দাম আর কিছুটা কম হওয়া উচিত।