মেহেরপুরের মুজিবনগরে সবজীর ভর্তি ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধা ৬ টায় মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে সবজী ভর্তি একটি ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো ট – ২২-৩২২৮ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পূর্বে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল ট্রাকটি আটক করে। এসময় ট্রাকের ভিতরে থাকা শশা, করলা, লাউ, চিচিঙ্গা ভর্তি বস্তাসহ ট্রাকটি মেহেরপুর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে। রাত ৮ টার দিকে শশার বস্তাগুলি কেটে শশাগুলি বের করলে তার মধ্যে থাকা ১৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সন্ধা ৬ টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুরে গিয়ে সবজী ভর্তি ট্রাকটিকে জব্দ করে মেহেরপুরে নিয়ে আসে। পরে রাত ৮ টা পর্যন্ত ট্রাকটি তল্লাশি করে ১৫৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ট্রাকের ড্রাইভার নুর ইসলাম ও হেলপার নিয়াম বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।